বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের পাক-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চার জন নিহত হয়েছে। এর মধ্যে ভারতের তিন জন এবং পাকিস্তানের এক জন। নিহতদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।

আজ সোমবার উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পাদিত ২০০৩ সালে শান্তিচুক্তি লঙ্ঘন করে রোববার ব্যাপক গোলাগুলির সূত্রপাত হয়। তবে গোলাগুলি শুরুর ব্যাপারে এক দেশ আরেক দেশকে দায়ী করেছে।

ভারতীয় পুলিশ কর্মকর্তা শ্রি রাম আম্বাকার বলেন, পাকিস্তানি সেনারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলি চালালে এক নারী ও এক শিশুসহ তিন বেসামরিক লোক নিহত হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় কিছু লোক আহত হয়েছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে।

অন্যদিকে, সোমবার পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে শান্তিচুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার বারোহ, দুধনিয়াল, রাখচিকরি ও চিরিকটে বেসামরিক নাগরিকদের টার্গেট করে ব্যাপক গোলাবর্ষণ করে।

বিবৃতিতে দাবি করা হয়, ভারতীয় সেনাদের ভারি অস্ত্রশস্ত্রের গুলি এবং মর্টার নিক্ষেপের কারণে মুহাম্মাদ হাসীব নামে দুই বছরের শিশু মারা গেছে। এ ছাড়া এক নারী ও এক বৃদ্ধসহ চার বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, শান্তিচুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে গুলি চালানোর ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে তলব করেছে সরকার।

উল্লেখ্য, কাশ্মিরের দুই অংশ দুই দেশ নিয়ন্ত্রণ করে। কিন্তু উভয় দেশই পুরো কাশ্মির নিজেদের বলে দাবি করে। এ নিয়ে ১৯৪৭ সালের পর থেকে দুই দেশের মধ্যে দুটি যুদ্ধও হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ