বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসকসহ নয় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালটি লকডাউন করা হয়।

হাতিরঝিল থানার ওসি (অপারেশন) গোলাম আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালটি আজ মঙ্গলবার দুপুরে লকডাউন করা হয়েছে। হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই। ধারণা করা হচ্ছে জরুরি বিভাগ থেকে আক্রান্ত হয়েছেন তারা।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই জন চিকিৎসক, পাঁচ জন নার্স এবং দুই জন হাসপাতালের কর্মী রয়েছে।

ইনসাফ বারাকা হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুহা. সোহরাব আকন্দ জানান, হাসপাতালটির জরুরি বিভাগে সর্দি, জ্বর ও কাশির রোগীদের চিকিৎসা দেয়া হতো। প্রথমে জরুরি বিভাগের দুই চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হন। এর পর নার্স ও কয়েকজন স্টাফের নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ পাওয়া যায়।

তিনি বলেন, গতকাল সোমবার রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেয়া হয় এবং রাতেই রিপোর্ট পেয়ে জানা যায় তারা আক্রান্ত।

তিনি আরও জানান, এরপর বিষয়টি তারা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানান। প্রতিষ্ঠানটি হাসপাতালটি লকডাউন করার পরামর্শ দেয়। এর পরই মঙ্গলবার দুপুরে ইনসাফ বারাক কিডনি হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ