বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

অর্থনীতি সচল রাখতে ৩ ধাপে লকডাউন খুলবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রে সাধারণ জীবন ফিরিয়ে আনতে এবং অর্থনীতি আবারও সচল করাতে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তবে এক্ষেত্রে রয়েছে তিন ধাপের বিশেষ নির্দেশনা, যা মেনেই লকডাউন তুলে নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার করোন ভাইরাস সংক্রান্ত ব্রিফিংকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা দেশের লকডাউন খুলতে যাচ্ছি। এ সময় আমরা খুব সচেতন ও সতর্ক থাকবো। সারাদেশ লকডাউন করে রাখা কখনও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। এতে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ সময় তিনি ড্রাগ ও অ্যালকোহলের অপব্যবহার, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ করেন।

এই পদক্ষেপে রাষ্ট্র ও স্থানীয় কর্মকর্তারা তাদের অর্থনীতি পুনরায় চালু করতে, সবাইকে কাজে ফিরিয়ে আনতে এবং আমেরিকানদের জীবনধারা পুনরায় অব্যাহত রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তিনটি ধাপের সংক্ষিপ্ত নির্দেশনা হলো— প্রথম পর্যায়ে, স্কুল ও বার বন্ধ থাকবে। তবে ধর্মীয় উপাসনালয়, রেস্তোঁরা, সিনেমা থিয়েটার, জিম ও স্পোর্টস সেন্টারগুলো শারীরিক দূরত্ব বজায় রেখে আবার খোলা যেতে পারে। হাসপাতালগুলো সার্জারির জন্য খোলা যেতে পারে।

দ্বিতীয় ধাপে, স্কুলগুলো আবারও চালু হতে পারে। ভ্রমণ আবার শুরু হতে পারে, তবে বেশিরভাগ কর্মচারীদের বাড়িতে বসে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে।

তৃতীয় পর্যায়ে, যে সমস্ত স্থানে এখনও সংক্রমণ বেশি সেখানে যতদূর সম্ভব শারীরিক দূরত্ব রেখে কর্মীদের কাজের অনুমতি দেয়া হবে। হাসপাতালগুলোতে সীমিত আকারে মানুষ চলাচল করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ