বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় অন্তত ২০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির তিল্লাবারি অঞ্চলের গর্ভনর জানান, হামলাকারিরা গ্রামে ঢুকে এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজারে সহিংসতার জন্য দায়ী করা হয়েছে আল কায়েদা এবং ইসলামিক স্টেট উভয় গ্রুপের সঙ্গে জড়িতদের।

ডিসেম্বর এবং জানুয়ারিতে হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে। ওই অঞ্চলে দুই বছর ধরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ