মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কঠিন বাধার মুখে সম্পন্ন হলো মাওলানা নেজামীর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

প্রশাসনের চাপ ও বাধার মুখে সম্পন্ন হয়েছে বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামি রাজনীতির শুদ্ধপুরুষ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা।

আজ সকাল ৯টা ২০ মিনিটে নরসিংদী তার গ্রামের বাড়ি ইটাখোলায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী ঐক্যজোট নংসিংদী জেলার সভাপতি মাওলানা মজিবুর রহমান।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম।

তিনি আওয়ার ইসলামকে বলেন, নজিবিহিন বাধার মুখে সম্পন্ন করতে হয়েছে জানাজার নামাজ। প্রশাসন কঠোরভাবে মুসল্লি উপস্থিতিকে সীমিত করেছে। যার কারনে নেতাকর্মী এমনকি আত্মীয় স্বজনরাও উপস্থিত হতে পারেননি জানাজাতে। তারপরও নিজের এলাকা থেকে লোকজন এসেছেন জানাজায় অংশ নিতে। সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার নামাজে সাধারণ মানুষের পাশাপাশি আলেম উলামায় ভরপুর ছিলো মাঠ। আশপাশের এলাকাগুলো থেকে মানুষ জানাজায় অংশ নিতে চাইলেও প্রচুর পরিমাণে র‌্যাব পুলিশ তাদের ঢুকতে দেয়নি ইটাখোলা ঈদগাহ ময়দানে।

এর আগে গতকাল সোমবার বাদ মাগরিব রাজধানী ঢাকার ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। বাদ মাগরিব ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ