আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের দেশে দেশে চলছে লকডাউন, কারফিউ ও অন্যান্য বিধি-নিষেধ। তবে দীর্ঘদিন ধরে চলা লকডাউনে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে, খেটে খাওয়া মানুষ পড়েছে নানা সংকটে। তাই লকডাউন ভেঙে তারা ঘরের বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।
খোদ যুক্তরাষ্ট্রেও লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের সমর্থন দিয়েছেন। এমনকি দেশটির অনেক রাজ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছে।
গতকাল বুধবারও লকডাউন তুলে নেয়াসহ নানা দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গিনিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লকডাউনের কড়াকড়ি প্রত্যাহার এবং অন্যান্য মৌলিক অধিকারের তথা সরকারি সেবার দাবিতে এদিন দেশটির রাস্তায় নামে হাজারো মানুষ। এ সময় সরকারি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের থামাতে নিরাপত্তা বাহিনী টিয়ার শেল ও লাঠিচার্জ করে। এর পর সংঘর্ষ আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। একা পর্যায়ে পুলিশের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৬ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, খাদ্য কর্মসূচির পরিসর বাড়ানোর দাবিতে আর্জেন্টিনা এবং সুরক্ষা পোশাকের দাবিতে মেক্সিকোয় আন্দোলন করেছেন নার্সরা।
-এটি
