আওয়ার ইসলাম: বিশ্ব নজরকাড়া দুবাইয়ের বুর্জ খলিফা ভবনকে বানানো হলো 'দানবাক্সে'। করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে খাদ্যসহায়তা দিতেই নেয়া হয়েছে এই উদ্যোগ।
কোরোনার থাবা পড়েছে মরুদেশ সংযুক্ত আরব আমিরাতেও। এমন অবস্থায় স্বল্প আয়ের মানুষদের খাদ্য সহায়তা দিতে ৮২৮ মিটার উচ্চতার ঝলমলে বুর্জ খলিফা ভবনটি রুপান্তরিত হয়েছে দান বাক্সে।
বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে ১২ লাখ বাতি। বাক্সে ১০ দিরহাম অনুদান এলে জ্বলে উঠবে একটি করে বাতি। জমতে থাকা টাকায় কেনা খাদ্য যাবে দরিদ্রজনের ঘরে। এরই মধ্যে ১২ লাখ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভ নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে কর্মসূচিটি চালু হচ্ছে।
মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনিশিয়েটিভ এর উপদেষ্টা ওয়ালিদ আল-আলি বলেন, বিশ্বের দীর্ঘতম দানবাক্স পূর্ণ হয়েছে। আমরা সবাই মিলে ১২ লাখ খাবার প্যাকেট সরবরাহ করেছি। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ।
-এটি