আওয়ার ইসলাম: করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রাজিলের সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্যমন্ত্রী নেলসন তেইচ। এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটির দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করলেন। যখন করোনা ভাইরাসের পিক টাইমেই চলছে ব্রাজিলে।
গতকাল শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগের কোন সঠিক কারণ জানায়নি নেলসন তেইচ।
এর আগে ১৬ এপ্রিল প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সাথে মতানৈক্যের জেরে স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়েন লুইজ হেনরিক মেন্ডেটা। এরপরই দায়িত্ব নেন নেলসন তেইচ।
জানা যায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর করোনা নিয়ে খামখেয়ালিপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে সুবিধা করতে না পারার কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আক্রান্তের সংখ্যায় জার্মানি, ফ্রান্স ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ২৯১। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। যেখানে মোট মৃত্যু ১৪ হাজার ৯৬২।
-এটি