বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে ইউরোপের দেশ ইতালি। দীর্ঘ দুই মাস পর সেখানে দোকানপাট খুলেত শুরু করেছে।

দোকানপাট খোলার পর এবার আগামী সোমবার থেকে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিচ্ছে ইতালি সরকার। মুসল্লিরা শর্তসাপেক্ষে এসব মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

সে দেশের মসজিদগুলোতে একসঙ্গে ২০০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে অবশ্যই একজন মুসল্লিকে আরেকজনের কাছ থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে। বিষয়টি ইতালির বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু নিশ্চিত করেছেন।

তিনি মুসল্লিদের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করার চেষ্টা করুন।

একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৮৫ মানুষ। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৩১ হাজার ৬১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ