আওয়ার ইসলাম: তুলনামূলকভাবে ইরান এখন অনেকটা স্বস্তির পথে। কমে এসেছে সংক্রমণ এবং মৃত্যুর হার। ইতোমধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ খুলে দেওয়া হয়েছে।
এবার ঈদের নামাজের অনুমতি দেওয়া হল। দেশটির করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি বলেন, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর সংক্রমণ বাড়তে থাকে মারাত্মকভাবে। একসময় ইরানের অবস্থা হয়ে পড়ে ইউরোপের সর্বোচ্চ সংক্রমিত দেশগুলোর মতো। তবে দেরিতে হলেও করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে দেশটি। ১ লাখ ২০ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯৫ হাজার। সংক্রমণের তুলনায় এত বেশি মানুষের সুস্থ হয়ে ওঠার রেকর্ড আছে খুব কম দেশেরই।
তবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনো অনেক কিছু বন্ধ অবস্থায় আছে দেশটিতে। সরকার ঈদের পর সবকিছু স্বাভাবিক করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে। খুলে দেওয়া হবে রেস্টুরেন্ট, স্টেডিয়াম, সিনেমা হলসহ বন্ধ থাকা সবকিছু।
ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৯৮৮ জন। গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৭০৫ জন। বর্তমানে আক্রান্ত আছেন মাত্র ১৮ হাজার মানুষ।
-এটি