হানীফ রাইয়ান
নদওয়া থেকে>
দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নদওয়াতুল উলামা লাক্ষ্মৌর মহাপরিচালক আল্লামা রাবে হাসানী নদভী৷
আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন তিনি।
মুসলিম পার্সোনাল ল' বোর্ডের চেয়ারম্যান আল্লামা রাবে হাসানী নদভী বলেন, আল্লাহ তায়ালা তার নেক আমল ও হাদীসের খেদমতসমূহকে কবুল করুন এবং তাকে উত্তম বিনিময় দান করুন৷ তার ইন্তেকাল দারুল উলুম দেওবন্দের দ্বীনি ও তালীমি ময়দানে যে শূণ্যতা তৈরি হয়েছে তা আল্লাহ পাক উত্তম পন্থায় পূরণ করে দিন৷
আল্লামা সাঈদ আহমাদ পালনপুরী আজ মঙ্গলবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন বিশ্বের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ ফকীহ, মুহাদ্দিস ও বুযুর্গ। তিনি ১৯৭৫ সনে দারুল উলূম দেওবন্দে শিক্ষক ও মুহাদ্দিস হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে তিনি দারুল উলূম দেওবন্দের প্রধান শিক্ষক পদে সমাসীন হন। ২০০৮ সনে তিনি দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদীস হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় অসংখ্য ছাত্র, ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রয়েছে তার।
-এএ