বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


রোববার থেকে ধাপে ধাপে খুলে দেয়া হবে মসজিদে নববি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশংকায় দীর্ঘদিন বন্ধ থাকা মদিনা মুনাওয়ারার পবিত্র মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণের নামাজের জন্য আগামীকাল রোববার খুলে দেয়া হচ্ছে।

আজ শনিবার (৩০ মে) সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আগামীকাল থেকে কয়েক ধাপে সমাগত মুসল্লি ও দর্শণার্থীদের জন্য মসজিদটি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এপ্রসঙ্গে আল হারামাইনিশ শারিফাইন এর প্রধান তত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইসি এক বয়ানে বলেন, রোববার থেকে ধীরে ধীরে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দেয়া হচ্ছে, একইসঙ্গে চলমান করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মসজিদে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেয়া হবে।

মসজিদে আগত মুসল্লিদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার অনুরোধ জানিয়েছেন শায়খ সুদাইসি। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ