বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


৮ জুন থেকে পশ্চিমবঙ্গে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে ৮ জুন থেকে সব অফিস খুলবে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১ জুন থেকে রাজ্য অনেকটাই স্বাভাবিক ছন্দে হাঁটবে। ওইদিন থেকেই রাজ্যের সমস্ত চা এবং জুট শিল্প খুলবে। পাশাপাশি আগামী ৮ জুন থেকে রাজ্যের সমস্ত অফিস পুরোদমে খুলে যাবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিকে ১ জুন থেকে রাজ্যের সমস্ত মসজিদ-মন্দির-গির্জা খোলার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে করোনা ভাইরাসে সংক্রমণ এড়াতে কোনো ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন মমতা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ৬-৮ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে। সেইসঙ্গে মাস্ক, স্যানিটাইজেশন এবং হাত ধোয়া আবশ্যিক।

অন্য রাজ্য থেকে সামাজিক দূরত্ব না বজায় রেখেই পরিযায়ীদের ফেরানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, শ্রমিক স্পেশালের নামে আসলে করোনা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসছেন। সেখানে তো আদৌ কোনও সুরক্ষাবিধি মানা হচ্ছে না। -এনডিটিভি, কলকাতা ২৪x৭

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ