বেলায়েত হুসাইন: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কতৃক ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের অন্তত ৩০ শতাংশ জায়গা ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ঘোষণার পরে এর বিরোধিতায় বিক্ষোভে ফেটে পড়েছেন ফিলিস্তিনিরা।
স্থানীয় সময় শনিবার বিকেলে সন্ত্রাসবাদী দেশটির রাজধানী তেলআবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েক হাজার ফিলিস্তিনি জনগণের অংশ নেয়ার খবর জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম হারটেজ।
বিস্তারিত খবরে আরও জানানো হয়েছে, ফিলিস্তিনি আরবদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি নাগরিক। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের একপেশে এই সিদ্ধান্ত থেকে সরে এসে উভয় দেশের শান্তি ও নিরাপত্তার ব্যাপারে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
মধ্য তেলআবিবের রবিন স্কয়ারের কয়েকটি সড়কে ঘুরে ঘুরে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের দখলদারিত্ব ও বর্ণবাদ ও নানা কুকীর্তির বিরুদ্ধে শ্লোগান দেয়-এসময় পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন বলে আনাদুলু এজেন্সি জানিয়েছে।
তাদেরকে যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশ সদস্যের হাতে খুন হওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধেও শ্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের একটি অংশকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন, আগামী জুলাইয়েই তারা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এই ঘোষণার পরেই বিভিন্ন আন্তর্জাতিক মহল তার সমালোচনায় সরব হয়েছেন। তারা দুই দেশের কল্যাণের জন্য নেতানেয়াহুকে এই পরিকল্পনা বাদ দেয়ার আহবান জানিয়েছেন। সূত্র: আনাদুলু এজেন্সি
-এএ