মুহাম্মাদ ইয়ামিন।।
২০১৯ সালে নিউজিলন্ডের দুটি মসজিদে সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট কর্তৃক গণহত্যার ঘটনায় উদ্বুদ্ধ হয়ে মুসলমানদের হত্যার পরিকল্পনা করছিল জার্মানের এক যুবক। তাই সন্দেহভাজন ঐ যুবককে গেফতার করে জার্মান পুলিশ।
২১ বছর বয়সী জার্মানের ঐ যুবক একটি অজ্ঞাত ইন্টারনেট আলাপে তার হামলার পরিকল্পনার কথা ঘোষণা করে। পরে পুলিশ যুবকটিকে গ্রেফতার করে বলে ৭ জুন সোমবার একথা জানিয়েছে জার্মান সেলি শহরের রাষ্ট্রপক্ষের আইনজীবী। সুত্র-আলজাজিরা
-এটি