মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কুরআনের শিক্ষক খ্যাত মিসরের শায়েখ মাহমুদ আস সাক্কারের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিসরের প্রখ্যাত কারী শায়েখ মাহমুদ আস সাক্কারি গত শুক্রবার রাজধানী কায়রোতে ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

কৈশোর থেকে জীবনের অন্তত ৪০ টি বছর সৌদি আরবে কোরআনে কারিমের খেদমতে অতিবাহিত করেন তিনি। কিছুদিন আগে স্বাস্থ্যের অবনতি হলে সৌদি থেকে নিজ মাতৃভূমিতে গমন করেন এবং সেখানেই তার ইন্তেকাল হয়। পবিত্র কুরআনের শিক্ষক হিসেবে আরব দেশ সমূহে তার ব্যপক পরিচিতি ছিল।

সৌদির রাজধানী রিয়াদের মাকনুন তাহফিজুল কোরআন ফাউন্ডেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনের অধিকাংশ সদস্য তার হাতে গড়া ছাত্র।

আরবি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শৈশবে পিতার সঙ্গে জমি চাষ করার সময়ই কুরআনে কারিমের বেশকিছু সূরা মুখস্থ করে ফেলেন তিনি। পরবর্তীতে আল্লাহর মহাগ্রন্থের ওপর অধিক আগ্রহ তাকে কুরআনের মহান খাদেমে রূপান্তর করে। তিনি চার মেয়ে ও দুই পুত্র সহ অসংখ্য ভক্ত অনুরক্ত ও শাগরিদ রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ