বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


দেশে করোনার নমুনা পরীক্ষায় ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৬১ টি গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে। তবে পরীক্ষার নমুনা জমা দিতে গিয়ে নানা ভোগান্তির কথা জানিয়েছে মানুষ। এছাড়াও নমুনা দিতে অনলাইনে বুকিং সার্ভার নিয়েও অভিযোগ রয়েছে অনেকের।

দীর্ঘ সময় অপেক্ষার পরও বুকিং সার্ভারে ঢোকা যাচ্ছে না বলছেন তারা। এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে প্রতিদিন পাঁচশ'র বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে নমুনা সংগ্রহের সংখ্যা আরো দুইশ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুকিং সার্ভারে সমস্যা নেই বলেও দাবি তাদের। হাসপাতালটির প্রধান গেট থেকে ভেতরে ঢোকার পর সবার সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন কর্তৃপক্ষ। তবে নমুনা দিতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ