আওয়ার ইসলাম: করোনার কার্যকর একটি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন নাইজেরিয়ার একদল বিজ্ঞানী।
গতকাল শনিবার পশ্চিম আফ্রিকার দেশটির গণমাধ্যম এ খবর দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম লিডারশিপের তথমতে, শুক্রবার নাইজেরিয়ার ওসুন প্রদেশের অ্যাডিলেকে বিশ্ববিদ্যালয়ের ডা. ওলাদিপো কোলাওলে সাংবাদিকদের বলেন, ভ্যাকসিনটি বেশ কয়েকবার যাচাই করেছেন তারা।
ভ্যাকসিনটির লক্ষ্য আফ্রিকানরা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটা কাজ করবে বলে জানান ওলাদিপো। নাইজেরিয়ার কোভিড-১৯ রিসার্চ গ্রুপের প্রধান বলেন, ‘ভ্যাকসিনটি খাঁটি। এটা ভুয়া হতে পারে না। অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টায় তৈরি হয়েছে এটা। এ ধরনের বৈশ্বিক মহামারির সমাধান প্রদানকারী হতে পারাটা আমাদের আবেগের।’
নাইজেরিয়ায় গতকাল পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছে ১৯ হাজার ১৪৭ জন এবং মারা গেছে ৪৮৭ জন।
আফ্রিকাজুড়ে ভাইরাসটির নমুনা থেকে জিনোম সংগ্রহ করে কাজ করেছে ডা. ওলাদিপোর দল। এই প্রকল্পে অরথায়ন করেছে ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্ট। এখনো নাম নির্ধারণ না হওয়া ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য আরও অন্তত ১৮ মাস সময় লাগবে বলে জানান ওলাদিপো।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসে বিশ্বে ১৯ জুন পর্যন্ত ৮৮ লাখ ৭৯৬ মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৬৩ হাজার ৪৫০ জন। বাংলাদেশে এই সময়ে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন শনাক্ত ও ১ হাজার ৪২৫ জন মারা গেছে।
সাম্প্রতিক সময়ে যুক্ত্ররাষ্ট্র, য়ুক্ত্ররাজ্য, চীনসহ বিভিন্ন দেশ করোনা প্রতিরোধে ভ্যাক্সিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। কিন্তু এটি বাজারে আসতে কিংবা প্রয়োগ ধুরু হতে আরও সময় লাগবে।
-এটি