বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ বন্ধ চায় আরব লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় চলমান উত্তেজনায় বিদেশী সামরিক হস্তক্ষেপের বন্ধ চায় আরব লীগ। সোমবার দ্য ইন্টারন্যাশনাল ফলো-আপ কমিটি অন লিবিয়ার (আইএফসিএল) সঙ্গে সংস্থাটির এক ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ভিডিও কনফারেন্সে আইএফসিএল থেকে জানানো হয়, লিবিয়ার সিরতে শহরকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে দ্রুত উত্তেজনা পরিহার করার আহ্বান জানানো হচ্ছে।

সেইসঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভার্নমেন্ট অব ন্যাশনাল একোর্ড (জিএনএ) ও জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) আলোচনায় বসতে হবে। উভয় পক্ষের সম্মতিতে সিরতে শহরে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানানো হলো।

সোমবারের এই ভিডিও কনফারেন্সে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিবিয়াতে সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তা পর্যালোচনা করা হয়েছে। সেইসঙ্গে জিএনএ সরকারের প্রধানমন্ত্রী ফয়েজ আল-সিরাজের নির্বাচনী প্রস্তাবনার বিষয়টিও আলোচনা করেছে।

আরব লীগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লিবিয়ায় বিদেশী সামরিক বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলবে। দেশটির অভ্যন্তরীণ সমস্যা সমাধানে যা কোনো কার্যকরী পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে না। তাই সেখানে বিদেশী হস্তক্ষেপ বন্ধ চায় আরব লীগ।

গত কয়েক বছর লিবিয়ায় জিএনএ ও এলএনএ’র বিরোধিতা চলে আসছে। সম্প্রতি এলএনএ’র আয়ত্তে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহর নিজেদের দখলে নিয়ে নেয় জিএনএ। এখন জিএনএ’র নজর মিশর সীমান্তবর্তী সিরতে শহরের ওপর।

শহরটিতে জিএনএ’র অভিযান নিয়ে গত শনিবার হুমকি দেন মিশররের প্রেসিডেন্ট। তিনি বলেন, সিরতে শহর আমাদের জন্য একটি রেড লাইন। এটি সীমান্তঘেঁষা শহর। এতে হামলা হলে মিশর সীমান্তও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সীমান্তের মর্যাদা ও ধ্বংসের হাত থেকে রক্ষায় মিশর সরাসরি সামরিক হস্তক্ষেপ করতেও প্রস্তুত।

মিশর প্রেসিডেন্টের এমন হুমকির পর গতকাল সোমবার জিএনএ এক বিবৃতিতে জানায়, মিশরের এমন আচরণ প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে। তাদের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি যুদ্ধ ঘোষণার শামিল।

জিএনএর’র এই বিবৃতির পরেই আইএফসিএল’র সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করে আরব লীগ। চলমান এই উত্তজেনা নিরসনে আজ মঙ্গলবার মিশরের সঙ্গেও বৈঠকে করতে চলেছে আরব লীগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ