আওয়ার ইসলাম: সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা করেছে ইসরায়েল। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালায় ইসরায়েল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সানা জানায়, সিরিয়ার বিমানবাহিনী সফলতার সাথে এই হামলা মোকাবেলা করে। তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন।
এর আগে ২২ জুন সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে।
-এটি