মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


করোনায় নতুন শনাক্ত ৩৯৪৬, মৃত্যু আরও ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮২৯ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১. ৯২ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৬২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী সাতজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে ১১ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জন। সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ