মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সাইয়েদ মনোয়ার হাসান ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার করাচীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ শনিবার জোহরের পর করাচীর নাজিমাবাদ ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সখিহাসান কবরস্তানে তাকে দাফন করা হবে।

সাইয়েদ মনোয়ার হাসানের ইন্তেকালে পাকিস্তান সরকারের শীর্ষস্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভী এক শোকবার্তায় বলেন, সাইয়েদ মনোয়ার হাসানের জাতীয় ও ধর্মীয় সেবা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়াও তার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান মাওলানা ফজলুর রহমান, মুসলিম লীগের (এন) সভাপতি শাবাজ শরীফ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাইয়েদ মনোয়ার হাসান পাকিস্তানের জামায়াতে ইসলামের চতুর্থ আমির ছিলেন। তিনি ২০০৯ সালের ২৯ মার্চ থেকে ২০১৪ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি উর্দূ, আল আরাবিয়া ডড নেট, এক্সপ্রেস নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ