বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

ত্রিশালে করোনা মুক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য অফিসারের ফুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ময়মনসিংহের (ত্রিশাল) থেকে>

ময়মনসিংহের ত্রিশালের মতিউর রহমান ২২দিন আগে করোনায় আক্রান্ত হয়। হোম আইসোলেশনে রেখেই তাকে চিকিৎসা সেবা দেয়ার পর বুধবার তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। জানা যায়, তার বাড়ি উপজেলার বিয়ারা বালিপাড়া এলাকায়।

বুধবার দুপুরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতিউর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে করোনা মুক্ত ঘোষণা করেন।

পরে তিনি বলেন, করোনা কোন আতংক নয় বরং সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই এই মহামারী থেকে বেঁচে থাকা সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. মুহা. মনোয়ার সাদাত প্রমুখ।

উল্লেখ্য, ত্রিশালে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন, মোট সুস্থ ৫৮ জন, মোট মৃত্যু ৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ