বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

বালাগঞ্জের কনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের কনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার সকালে সিলেট শহর থেকে আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করা হয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে উক্ত আসামিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত (২৪ জুন) সকাল ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের কনু মিয়ার সবজি ক্ষেতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল ওয়াহিদের গৃহপালিত গরু কর্তৃক সবজি খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্দুল ওয়াহিদ কনু মিয়াকে মাথায় আঘাত করে।

ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় কনু মিয়াকে স্থানীয় জনসাধারণ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

পরেরদিন ওয়াহিদকে প্রধান আসামি করে ৩জনের নাম উল্লেখ করে নিহতের পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ