বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: বাংলাদেশ খেলাফত মজলিস এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির

ডা. সাবরিনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান করবে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেস্ট না করেই করোনার ভুয়া রিপোর্ট প্রস্তুত ও সরবরাহের অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সোমবার (১৩ জুলাই) এক কমিশন সভা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত তথা সরকারি চাকরিতে বহাল থেকে ডা. সাবরিনার বিরুদ্ধে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করোনারোগীদের নমুনা সংগ্রহের অভিযোগ রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে।

প্রণব কুমার জানান, এইসব ভুয়া রিপোর্ট থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও ডা. সাবরিনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা যায়, দুদকের সংশ্লিষ্ট অণুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস হতে ডা. সাবরিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগ্রহ করে। কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে এসব তথ্য-উপাত্ত সংবলিত অভিযোগ উপস্থাপন করার পরই বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ তদন্ত অণুবিভাগের মাধ্যমে অভিযোগের অনুসন্ধান করা হবে জানিয়েছে দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ