বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

লামায় ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ৬৩৫পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠান্ডা ঝিরি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া বালুখালির ১নং রোহিঙ্গা ক্যাম্পের গোলাম সোবহানের ছেলে মো. আয়াজ প্রকাশ আজিজ (২৬) ও অপরজন কামাল হোসেন (২২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী (গর্জনতলী) এলাকার আলী হোসেন এর ছেলে।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডা ঝিরি এলাকায় ইয়াবার একটি চালান নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য ২জন মাদক ব্যবসায়ী যাচ্ছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪ টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক সালাহ উদ্দিন রাশেদ ও উপ-সহকারী পরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে সঙ্গীয় সদস্য ও ইয়াংছা সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আটকের বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লামা থানা পুলিশের একটি টিম ও ইয়াছা সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান করে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ