বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ছাতকের বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আব্দুল জলিল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতকের বরেণ্য আলেমেদ্বীন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার মুহাদ্দিস ও রুক্কা মিফতাহুল উলূম মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লাম হাফিজ মাওলানা আব্দুল জলিল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হার্টের সমস্যায় শুক্রবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার ১১ টায় রুক্কা মাদরাসা মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে মাওলানা আব্দুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার প্রিন্সিপাল ও ইংল্যান্ডের খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ আব্দুর রব ফয়েজী, জামেয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাইয়ুম ফয়েজী, ইংল্যান্ড প্রবাসী মাওলানা মোহাম্মদ উল্লাহ ,রওজাতুল জান্নাত কাঞ্চনপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মহিউদ্দিন, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওঃ আহমদ উল্লাহ, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমেদ সহ জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য, হাফিজ মাওলানা আব্দুল জলিল উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদের পুত্র ও দারুল উলুম ছাতক'র প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমানের ভাই। হাসনাবাদ দারুল হাদিস মাদরাসার প্রতিষ্ঠাতাদের একজন ও মাদরাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আকরাম আলীর জামাতা ছিলেন তিনি।

হাফিজ মাওলানা আব্দুল জলিল জামেয়া মতিনিয়া লুৎফুল উলুম চরবাড়া মাদরাসার শিক্ষা সচিব ছিলেন এবং পরবর্তীতে তিনি মাদরাসার শায়খুল হাদীসের দায়িত্বেও ছিলেন। রুক্কা মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি হাসনাবাদ দারুল হাদিস মাদরাসায় শিক্ষকতা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ