রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

বালাগঞ্জ হাসপাতালে অনিয়ম, মুখ খুলছে না কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক: বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। এ নিয়ে পুরো উপজেলাজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা।

গত ২৫ জুন 'বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূয়া ভর্তি দেখিয়ে লাখ লাখ টাকা লোপাট! ’এর পর গত ৩ জুলাই ‘এবার বালাগঞ্জ হাসপাতালে রোগীদের ভাতের বদলে চিড়া' আর সর্বশেষ গত ১৮ জুলাই ‘অফিস টাইমেও প্রাইভেট চেম্বার করেন বালাগঞ্জ হাসপাতালের আরএমও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

গত ২৫ জুন "খাবার সরবরাহে অনিয়ম" সংবাদ প্রকাশের পর ৩০ জুন নিজেদের অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যোগাযোগ করেও এখন পর্যন্ত কি তদন্ত হয়েছে তা জানা সম্ভব হয়নি। এ নিয়ে টিএইচও এবং তদন্ত কমিটির সভাপতি ও সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

তদন্ত কমিটির সদস্য হাসপাতালের সহকারী ডেন্ডাল সার্জন ডাক্তার অসিত কুমার রায় বলেছেন, রিপোর্টের কাজ এখনও চলছে, আপনি অফিসে যোগাযোগ করুন এব্যাপারে কথা না বলতে উর্ধতন কর্তপক্ষ নিষেধ করেছেন পরে অবশ্য রিপোর্ট জমা হয়েছে বলে স্বীকার করেছে।

তদন্ত কমিটির আরেক সদস্য হাসপাতালের অফিস সহকারী মুহা. রুহুল আমিন বলেন, রিপোর্ট জমা দেয়া হয়নি। এ ব্যাপারে আপনি অফিসে এসে কথা বলেন, উর্ধতন কর্তৃপক্ষ থেকে এব্যাপার কথা না বলতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি বোয়ালজুড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. শুভাশীষ ভৌমিক বলেছেন, তদন্তে সময় লাগবে এজন্য সময় বর্ধিত করা হয়েছিল, তদন্ত শেষ হলেই প্রতিবেদন দেয়া হবে। এর বাহিরে তিনি আর কিছু বলতে চান নি।

অন্যদিকে, টিএইচও ডা. এস.এম শাহরিয়ার বলেছেন, তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তবে এটি বিষয় ফোনে কথা বলা যাবে না, আফিসে আসেন।

অপরদিকে তদন্ত কমিটি নিয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে ভিন্ন খবর, ডা. শুভাশীষ কুমার ভৌমিকের কর্মস্থল বোয়ালজুড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থাকলেও গত প্রায় তিন মাসেরও বেশী সময় ধরে তাকে কর্মস্থলে দেখা যায়নি।

বালাগঞ্জ হাসপাতালে অনিয়মের একটি সিন্ডিকেট তৈরির প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল বলেন, স্বাস্থ্য বিভাগকে সচল রাখতে আমাদের এত ত্যাগ ও পরিশ্রম কিছু মানুষের জন্য ব্যার্থ হতে পারে না। এখানে কোন সিন্ডিকেট তৈরি হয়েছে কিনা, হলে সব ভেঙ্গে দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ