রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতি ইসহাকের ইন্তেকাল, ইত্তেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সেহড়া মুফতি ইসহাক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার ভোর ৪টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জোহর ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া মাদরাসার মাঠে মুফতি ইসহাক রহ. এর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইত্তেফাকের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ।

জানা যায়, ময়মনসিংহের প্রবীণ এই আলেম জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দার প্রবীণ মুহাদ্দিস ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদের সানী ইমাম ছিলেন। এছাড়াও তিনি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সদস্য ছিলেন।

এদিকে মুফতি ইসহাক রহ.এর ইন্তেকালে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী শোক প্রকাশ করেছে।

শোকবার্তায় ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জি, মজলিশে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা'দী ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মরহুম মুফতি ইসহাক রহ.ছিলেন একজন দ্বীনদরদী বুজুর্গ মানুষ।

তিনি তার দীর্ঘ শিক্ষকতা জীবনে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ আলেম এবং সেই সাথে সুপরিচিত যোগ্য মুফতি ও মুহাদ্দিস ছিলেন। তিনি বিপুল সংখ্যক ছাত্র এবং অনুরক্ত ভক্ত রেখে গেছেন।

শোকবার্তায় মুফতি ইসহাক রহ.এর জন্য সকল মাদরাসা এবং মুসলমানদের প্রতি খতমে আম্বিয়া ও সূরা ইয়াসিনের আমল করার জন্য আহ্বান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ