রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

ময়মনসিংহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জেলায় কোভিড-১৯ এ শনাক্তের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সদর এলাকায় এবং ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অন্যদিকে সর্বনিম্ন শনাক্ত হয়েছে ময়মনসিংহের গৌরিপুর উপজেলায়।

সিটি কর্পোরেশনে সর্বমোট শনাক্ত ১৪৬৫জন, সর্বমোট সুস্থ হয়েছে ১০৫০জন এবং সর্বমোট মৃত্যু হয়েছে ৫জনের। ভালুকা উপজেলায় সর্বমোট শনাক্ত হয়েছে ২৭৫জন, সর্বমোট সুস্থ হয়েছে ২০৬জন এবং সর্বমোট মৃত্যু হয়েছে ৩জনের।

অপরদিকে সর্বনিম্ন শনাক্ত হয়েছে গৌরিপুরে, সর্বমোট শনাক্ত ১৬জন, সর্বমোট সুস্থ ১২জন এবং এই উপজেলায় এখনো পর্যন্ত কারে মৃত্যু হয়নি। তথ্যগুলো নিশ্চিত করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

গত ২৪ঘন্টায় ময়মনসিংহে শনাক্ত হয়েছে ২৬জন, ১৮৩ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত।

এর মধ্যে, সদর সিটি কর্পোরেশনে এলাকায় শনাক্ত ১৩ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় শনাক্ত ৫ জন,ধোবাউড়া উপজেলায় শনাক্ত ৫ জন, তারাকান্দা উপজেলায় শনাক্ত ১ জন, হালুয়াঘাট উপজেলায় শনাক্ত ১ জন এবং ত্রিশাল উপজেলায় শনাক্ত ১ জন।

এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৫০৯, গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ১৭জন, সর্বমোট সুস্থ হয়েছে ১৮৪৬জন এবং জেলায় সর্বমোট মৃত্যু হয়েছে ২৫জনের। হোম আইসোলেশনে আছে ৫৭৯ জন,হাসপাতাল আইসোলেশনে আছে ৪৯জন। এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৯৬৬,সর্বমোট নমুনা পরিক্ষা করা হয়েছে ২২৯১২টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ