আওয়ার ইসলাম: কোরবানির পরিবর্তে দান-সদকা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ভারতের বিশিষ্ট ইসলামিক স্কলার ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা কারী সাইয়েদ মুহাম্মাদ ওসমান মানসুরপুরী।
চলমান করোনা ভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটে 'কোরবানির বদলে সদকা'- এই বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি জমিয়তের তরফ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, যদি ঈদুল আজহার নির্ধারিত দিনগুলিতে কারো সামর্থ ও সক্ষমতা থাকে তাহলে পশু জবাইয়ের বিকল্প হিসেবে তার মূল্য দান করার মাধ্যমে কোরবানির ওয়াজিব আদায় হবে না। এক কথায়, কোরবানির পরিবর্তে দান-সদকা যথেষ্ট নয়; বরং সাহিবে নেসাব ব্যক্তির ওপর যেভাবেই হোক কোরবানিই করতে হবে।
হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি মুসলিম উম্মাহকে সতর্ক করেন এবং বলেন, কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইসলামি শরীয়াহর তাৎপর্যপূর্ণ নিদর্শন। স্বচ্ছলতা ও সামর্থ থাকার পরও যদি কোন ব্যক্তি কোরবানি না করে তাহলে হাদিস শরিফে তার ব্যাপারে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে। ( আত তারগিব ওয়াত তারহিব, পৃষ্ঠা: ২৫৬) সূত্র: মিল্লাত টাইমস।
-এএ
