সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

রায়হানের সঙ্গে দেখা করতে পারেনি আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেননি তার আইনজীবীরা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল সোমবার দুপুর ২টায় আইনজীবীরা মালয়েশিয়ার অভিবাসন বিভাগে গিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে চাইলে কর্তৃপক্ষ জানায়, পরে তারা দেখা করার জন্য তারিখ দিবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা (চেম্বারস অব সুমিতা) এবং সেলভারাজ চিন্নিয়াহ (মেসার্স সিআর সেলভা) গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার পুলিশ ও অভিবাসন বিভাগকে তারা শনিবারই দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন। সোমবার দেখা করার সময়ও দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে গেলে তাদের জানানো হয়, দেখা করা যাবে না। আরেকটি তারিখ পরে জানানো হবে।

সুমিতা জানিয়েছেন, রায়হানের পরিবার যেহেতু তাদের নিয়োগ দিয়েছে, সেহেতু তারা চান বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা যেন আইনজীবী হিসেবে তাদের সঙ্গে রাখে। এ ব্যাপারে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সহায়তা চেয়েছেন।

এদিকে রায়হান কবিরের গ্রেফতার ও ওয়ার্ক পারমিট বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত অবৈধ পদক্ষেপ বলে মনে করে মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন ল’ইয়ারস ফর লিবার্টি (এলএফএল)।

তারা বলছে, আল জাজিরায় সাক্ষাতকার দিয়ে রায়হান কোনো বেআইনি কাজ করেননি বরং মালয়েশীয় কর্তৃপক্ষের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ