শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

কমিউনিটি সেন্টারগুলো মানছে না স্বাস্থ্যবিধি, অভিযান প্রশাসনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে কমিউনিটি সেন্টারগুলোতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এসব অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমও হচ্ছে, যাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র দেখতে পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে নগরীর কমিউনিটি সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

প্রথমদিনে ৯টি কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে এবং মাস্ক না পরায় ১৬ জনকে তিন হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যেসব কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে সেগুলো হচ্ছে- নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, জামালখানে রীমা কমিউনিটি সেন্টার, মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টার, পাথরঘাটায় রঙ্গম কমিউনিটি সেন্টার, বাকলিয়ায় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস ও মেঘনা কমিউনিটি সেন্টার এবং কে সি দে রোডে হার্টস অফ চিটাগং।

দুপুরে এবং রাতে নগরী ও আশপাশের উপজেলায় কমিউনিটি সেন্টারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট আলী হাসান।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত আট মাসে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার পার হয়েছে। শুক্রবার পর্যন্ত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ