শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


কারাবাখে ধ্বংস হওয়া ইসলামি স্থানগুলির পুনর্নির্মাণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজারবাইজানের প্রেসিডেন্টের স্ত্রী এবং হায়দার আলিয়েভ ফাউন্ডেশনের প্রধান মেহরবান আলিয়েভার নির্দেশে সিভিল ইঞ্জিনিয়ারের একটি টিম নাগরনো-কারাবাখের মুক্ত অঞ্চলসমূহে ধ্বংস হওয়া ধর্মীয় ভবন ও মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন।

জানা যায়, অস্ট্রিয়ার নির্মাণ সংস্থা আলেলিয়ার এরিক পামার গেসম্বএইচ-এর সভাপতি এরিক পামার আঘদাম মসজিদটি পরিদর্শনকালে এর বর্তমান অবস্থার মূল্যায়ন করেছিলেন।এই প্রকল্পটি দেশী এবং বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সম্পন্ন করা হবে। এরমাধ্যমে নাগরনো-কারাবাখের বিভিন্ন ধর্মীয় স্থানগুলোকে পুনর্জীবিত ও সংস্কার করা হবে।

বর্তমানে শুশা ও আগাদম অঞ্চলের মসজিদসমূহ পুনর্নির্মাণ করা হচ্ছে। এগুলো দীর্ঘদিন দখলে থাকার ফলে প্রায় ধ্বংস হয়েছে গিয়েছে। সূত্র: ইকনা।

-্বটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ