মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


এবার মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাইজার-বায়োএনটিকের পর নভেল করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর বিবিসি’র।

এফডিএর আনুষ্ঠানিক অনুমোদনের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে বলে গতকাল শুক্রবার টুইটারে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনা টিকার ৬০ লাখ ডোজ সম্ভবত সরবরাহের জন্য প্রস্তুত আছে। অনুমোদন পাওয়ায় এখন সেগুলো মানুষকে দেয়া যাবে। মডার্নার কাছ থেকে ২০ কোটি ডোজ টিকা কিনবে যুক্তরাষ্ট্র।

মডার্নার টিকাটি ৯৪ শতাংশ কার্যকর বলে এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল। এরপর এফডিএর ২০ জন বিশেষজ্ঞের একটি দলের ভোটাভুটি হয়। এতে অনুপস্থিত একজন বাদে সবাই টিকা অনুমোদনের পক্ষে ভোট দেন। তারা বলেন, ১৮ বছরের বেশি বয়সী সবার জন্য এই টিকাটি কার্যকর ও ঝুঁকিমুক্ত।

টেনেসি অঙ্গরাজ্যের মেহারি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. জেমস হিলড্রেথ বিবিসিকে বলেন, ‘বছরের শুরুতে (জানুয়ারিতে) দেখা মেলা ভাইরাস মোকাবিলায় ডিসেম্বর নাগাদ দুটি টিকা হাতে পাওয়া বিরাট অর্জন।’

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। তারা এরই মধ্যে টিকা সরবরাহ করেছে এবং তা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের মধ্যে দেয়া শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ