আওয়ার ইসলাম: মক্কার গ্র্যান্ড মসজিদ পবিত্র কাবায় নারী দর্শনার্থীদের সেবা দেয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় দেড় হাজার জন নারী নিয়োগ দিয়েছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।
আরব নিউজের খবরে বলা হয় আজ রোববার, তীর্থযাত্রীদের ও দর্শনার্থীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য নিয়মিত ব্যবস্থা নিচ্ছে জেনারেল প্রেসিডেন্সি।
এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় মোট ৬০০ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। বাকী নারী কর্মীদের অন্যান্য বিভাগ যেমন ইলেকট্রিক যানবাহন, জমজম জল ইউনিট, গাইডেন্স এবং প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।
এ বিষয়ে মহিলা উন্নয়ন বিষয়ক উপ-রাষ্ট্রপতি ড. আল-আনউদ বিনতে খালেদ আল-আবউদ বলছেন, এই পদক্ষেপটি রাষ্ট্রপতির পরিবর্তন লক্ষ্য-২০২২ সালের উদ্যোগের একটি অংশ। এর লক্ষ্য হলো- মসজিদ দুটিতে প্রদত্ত সেবার মান আরো বাড়ানো।
এটি সৌদি নেতৃত্বে নারীদের ক্ষমতায়নের ও সৌদি ভিশন-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্র্যান্ড মসজিদে আগত নারী ইবাদতকারীদের সর্বোত্তম সম্ভাব্য পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনারও একটি অংশ, যোগ করেন তিনি।
-এটি