বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

নাইজেরিয়ায় অপহরিত ৮০ শিক্ষার্থীর সবাই হিফজ বিভাগে পড়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় এক দল সন্ত্রাসী ১৯ ডিসেম্বরে সেদেশের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হওয়ার পর এই সন্ত্রাসীরা ৮০ জন শিক্ষার্থীদের অপহরণ করেছিল। অপহৃত এসকল শিক্ষার্থীদের মুক্ত করেছে দেশটির পুলিশ। জানা গেছে অপহৃত সকলেই হিফজুল কুরআনের শিক্ষার্থী ছিলেন।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র জাম্বো ইসা এক বিবৃতিতে বলেছেন, বন্দুকধারীরা কাটসিনা রাজ্যের মাহুতা গ্রামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এসকল শিক্ষার্থীদের অপহরণ করেছিল।

জাম্বো ইসা আরও বলেছেন, অপহরণকারীরা এসকল শিশুদের অপহরণ করার আগে আপর ৪ জনকে অপহরণ করেছিল। এছাড়াও ১২ টি গরু চুরি করেছে।

নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র গুরুত্বারোপ করে বলেছেন যে, শিক্ষার্থীরা অপহরণ হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করার জন্য তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করে। গত আট দিনে নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে অপহরণের ঘটনা দুইবার ঘটেছে।

শুক্রবার, ১৭ ডিসেম্বর নাইজেরিয়ার পুলিশ বন্দুকধারীদের দ্বারা অপহৃত দুজনকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এছাড়াও গতসপ্তাহে কঙ্কারা শহর থেকে অপহৃত ৩৪৪ জন শিক্ষার্থীকেও পুলিশ মুক্ত করেছে। বোকো হারাম ১১ ডিসেম্বর কঙ্কারা শহরে একটি স্কুলে হামলার দায় স্বীকার করেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ