আওয়ার ইসলাম: বিয়ের মাধ্যমে কাউকে ধর্মান্তরিত করার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে এবার আইন পাস করতে যাচ্ছে ভারতের মধ্য প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যের ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি।
প্রস্তাবটি বিধানসভায় পাস হলে মধ্য প্রদেশ হতে যাচ্ছে দেশটির দ্বিতীয় রাজ্য, যেখানে অন্য ধর্মের মধ্যে বিয়ে নিষিদ্ধ। গেল মাসে উত্তর প্রদেশে প্রথম এ আইন পাস করা হয়। ওই রাজ্যেও ক্ষমতায় বিজেপি।
জানা যায়, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদে ইতোমধ্যে প্রস্তাবটি পাস হয়েছে। চলতি মাসের যে কোনো দিন এটি বিধানসভায় উত্থাপন করা হবে।
এতে, ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে চাইলে দু’মাস আগে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট আবেদন মঞ্জুর করলেই কেবল বিয়ে করতে পারবে ইচ্ছুক নর-নারী। যদি অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে ওই সম্পর্কের আইনি কোনো ভিত্তি থাকবে না। এ আইনে জোর করে ধর্মান্তরিত করার জন্য বিয়েকে ব্যবহারের প্রমাণ পেলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা বলেন, অপ্রাপ্তবয়স্ক ভিন্ন গোত্র বা উপজাতির নারীকে ধর্ম পরিবর্তনের জন্য বিয়ে করার অভিযোগে প্রমাণ হলে ২ থেকে ১০ পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ধর্মান্তরিত করার জন্য ঘটিত আন্তঃবিয়েতে সহযোগিতাকারীদেরও শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।
-কেএল