আওয়ার ইসলাম: মিসরের কায়রোতে একটি কোডিভ-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
শনিবার (২৬ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত ‘মিসর এলএমাল’ হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। একইদিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হলেন এক লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মোট মারা গেলেন সাত হাজার ৩৫২ জন।
-কেএল