আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুরে আরভাইন শহরে বসবাসকারী বাংলাদেশি নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) মারা যান। এর আগে গত ২১ ডিসেম্বর হাজী এসএম আব্দুস সালাম (৭০) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি লস অ্যাঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ সিটিতে বসবাস করতেন। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে।
ক্যালিফোর্নিয়ায় প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে এ যাবৎ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
এমডব্লিউ/