আওয়ার ইসলাম: চালের বাজার নিয়ন্ত্রণহীন, সরকার জনদুর্ভোগ লাঘবে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চালের দাম নিয়ন্ত্রণহীন। প্রতিদিন চালের দাম বাড়ছেই। সেইসঙ্গে ভোজ্যতেলের দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। বাণিজ্যমন্ত্রী চালের দাম কেন বাড়ছে তা বলতে পারেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
তারা বলেন, চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণ দিশেহারা। দেশের জনগণ করোনার কারণে ঠিকভাবে বেতন পাচ্ছে না, ব্যবসা মন্দা, কাজকর্ম নেই। সবমিলে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। জনগণের কষ্ট লাঘব করা সরকারের প্রধান দায়িত্ব। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ না করে সরকার সিন্ডিকেটগুলোকে সুযোগ করে দিয়েছে। অবিলম্বে চালের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, জনগণ রাস্তায় নেমে আসলে সরকারের জন্য সুখকর হবে না।
এমডব্লিউ/