বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

নারী মানবাধিকারকর্মী লুজাইনকে কারাদণ্ড দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের একটি আদালত  নারী মানবাধিকার কর্মী লুজাইন আল-হাছলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স সৌদির স্থানীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানায়, আন্তর্জাতিক মহল এ রায়ের নিন্দা জানিয়েছে। ৩১ বছর বয়সী হাছলুলকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রেখেছে সৌদি প্রশাসন।

স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগলো বলছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের জন্য এটি একটি প্রাথমিক চ্যালেঞ্জ। ইতোমধ্যে বাইডেন রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাছলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুয়া বলে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইন প্রণেতারা তার মুক্তির আহ্বান জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ