আওয়ার ইসলাম: মঙ্গলবার রাজধানীর কিছু এলাকায় পাইপলাইন মেরামতের কারণে চার ঘণ্টা গ্যাস থাকবে না। মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড ও হাতিরপুলসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পান্থপথে বসুন্ধরা গলি ও নিউমার্কেট এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামত করা হবে। তাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ওই এলাকাগুলোর আবাসিক, সিএনজি, শিল্প ও বাণিজ্যিকসহ সব ধরনের গ্রাহকেরা গ্যাস পাবেন না। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
-কেএল