আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন, সাবেক পানি সম্পদ ও ধর্মমন্ত্রী, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ।
তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছর হলেও সঠিকভাবে মুক্তিযোদ্ধদের তালিকা সরকার দিতে ব্যর্থ হয়েছে। ত্রিশলাখ লোকের প্রাণ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করতে হবে।
গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে মহান বিজয় দিবসের অঙ্গীকার শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক।
মহান বিজয় দিবসের অঙ্গীকার' শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান জননেতা মো. বাবুল সরদার চাখারী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জাষ্টিস পার্টির চেয়ারম্যান মো. আবুল কাশেম মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম খান মজলিশ, গণ:রাজনৈতিক জোটের সভাপতি সৈয়দ লিটু, বাংলাদেশ রিপাবলিকান পার্টির সম্মানিত চেয়ারম্যান মোফাসসের অধ্যাপক বজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ড. মো. মাসুদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা শওকত আমীন।
সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন বিজয়ের মাসে দেশকে গড়ে তোলার জন্য সবাইকে অঙ্গীকার করতে হবে। দলমত নির্বিশেষে সবাই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে গড়ে তোলার অঙ্গীকার করলে দেশে দূনীতি, সন্ত্রাস, টাকা পাচার, কালোবাজারী, ব্যাংকলুটসহ অপরাধ প্রবণতা কমে যাবে। তিনি নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি খোজখবর রাখার জন্য সকলকে অনুরোধ করেন।
আলোচনায় অংশগ্রহন করেন্ বিএলডিপি মহাসচিব মো: মনিরুজ্জামান স্বাধীন, বাংলাদেশ পিপলস পার্টির ভাইস চেয়ারম্যান রোজী আক্তার মুন্নি, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস সরদার, সহ-দপ্তর সম্পাদক মো. শামিমুজ্জামান (বিশাল), বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম, সহ ছাত্র-যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মো. সাইফুল আলম ফুয়াদ চেীধুরী, বীরমুক্তিযোদ্ধা শওকত আমীন, বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব মাসুম হোসাইন, গণরাজনৈতিক জোটের মো. রিয়াদ হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের ও মাওলানা আবদুল লতিফ নেজামী রহ. এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক বজলুর রহমান আমিনী।
এমডব্লিউ/