মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২ কোটি। মৃতের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ২৫৫ জন।

মৃতের মোট সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৭২ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ২৯০ জন। রোগী শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

গত ৮ নভেম্বর ১ কোটি রোগী শনাক্তের ‘মাইলফলক’ অতিক্রম করে দেশটি।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তারপর রয়েছে টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয়, নিউইয়র্ক অঙ্গরাজ্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ