বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

সব পরিচয় ভুলে গিয়ে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেছেন, যারা শীতে কাতর হয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছে তাদেরকে শীতবস্ত্র দিয়ে সাহায্য করতে হবে। এ সাহায্য করার ক্ষেত্রে তার ধর্মীয় পরিচয়, দলীয় পরিচয়, গোত্রীয় পরিচয়, ভাষার পরিচয় কিংবা নাগরিকত্বের পরিচয়ের প্রতি লক্ষ করা যাবে না। বরং তার সব পরিচয় ভুলে গিয়ে শুধুমাত্র মানুষকে মানুষ হিসেবে আমাদের বিবেচনা করে সাহায্য করতে হবে। এটাই হচ্ছে খেলাফতের আদর্শ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এজন্য ব্যাপকভাবে আমাদের সমাজকল্যাণ মূলক কাজে অংশ নিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতী মাসে যোগদানকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে যোগদানকারীদের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি নূর মোহাম্মদ আজিজীসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ