মোস্তফা ওয়াদুদ: চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসাকে রুহানিয়াতের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
আজ ১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে প্রদত্ত বয়ানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, হাটহাজারী মাদরাসা থেকে আধ্যাত্মিকতার আলো ছড়ায়। ইলমের নূর ছড়ায়। আমলের পয়গাম ছড়ায়। এখান থেকে দীনের দাওয়াতের স্রোত প্রবাহিত হয়। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা রুহানিয়াতের কেন্দ্রবিন্দু।
হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির অবদানের কথা উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, শায়খুল ইসলাম আহমদ শফি রহ. জীবনের শেষ সময়ে এসে বাংলাদেশের ইতিহাসের ক্রান্তিকালে আমরা তার যে অবদান দেখেছি সেটা কোনোদিন ভুলার নয়। তার অবদানের কথা এই হাটহাজারী মাদরাসা বুঝবে। শায়খুল ইসলামের কী অবদান ছিলো সেটা এ মাদরাসার প্রতি ইঞ্চি বালি কনা স্বাক্ষী দিবে। উলামায়ে কেরামের উপর তার কী অবদান সেটা এদেশের আলেম সমাজ স্বাক্ষ্য দিবে। তবে বাংলাদেশের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় শায়খুল ইসলামের কী অবদান সেটা ভবিষতে এদেশের জনসাধারণকে স্বীকার করতে হবে।
এর আগে আজ ১জানুয়ারি (শুক্রবার) সকালে হাটহাজারী মাদরাসার এ বার্ষিক মাহফিল শুরু হয়। মাহফিলে উদ্বোধনী বক্তব্যে দেন জামিআর মজলিসে ইদারী‘র প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী। আলোচনা করেছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আল্লামা জুনায়েদ বাবুনগরী তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে কওমী মাদরাসা ও উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। বর্বরতার যুগের সেই মানুষগুলোকে সরল সঠিক পথ সীরাতে মুস্তাকিমের উপর ফিরিয়ে আনার জন্য মক্কায় দারে আরকম এবং মদীনায় আসহাবে সুফফা মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রচলিত কওমী মাদরাসা সমূহ সেই দারে আরকম আর সুফফা মাদরাসার শাখা। কওমী মাদরাসা সমূহ মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দূর্গ। প্রতিষ্ঠালগ্ন থেকে কওমী মাদরাসা দেশ ও জাতীর বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমী মাদরাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ও থাকবে।
মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, হজরত মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড.আফম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতী আব্দুল হালিম বোখারী, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব, মুফতী হাবীবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী প্রমূখ।
এমডব্লিউ/