আওয়ার ইসলাম: দিনাজপুরকে মাদক মুক্ত করার ধারাবাহিকতায় জেলা পুলিশের ৫০ জন সদস্যের মাদকাসক্তের বিষয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।
এদের মধ্যে ছয় সদস্যের শরীরে মাদকসেবনের নমুনা পাওয়া যায়। তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, গত বছর বিজয় দিবসের পরদিন থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদকসেবী সন্দেহে শনাক্ত করা হয়। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ৬ সদস্যের শরীরে মাদকসেবনের নমুনা পাওয়া যায়।
পুলিশ সুপার আরও জানান, স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন পাওয়ার পর গত বছর ৩১ ডিসেম্বর পুলিশের ওই ছয় সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তারা কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
-এটি