মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে যাজক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক গির্জায় বন্দুকধারীর গুলিতে এক যাজক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর সিএনএন

টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট চার্চে রোববার গোলাগুলির পর একজন সন্দেহভাজনকারীকে আটক করা হয়েছে।

টেক্সাসের শেরিফ ল্যারি স্মিথ গণমাধ্যমকে জানান, গির্জার স্টোররুমে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পরে যাজক তাকে দেখে ফেলেন এবং তার দিকে বন্দুক তাক করেন। পরে ওই ব্যক্তি যাজককে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এতে যাজক নিহত হন। গুলি করার পর গির্জার গাড়ি নিয়েই পালিয়ে যান ওই বন্দুকধারী। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

এদিকে স্মিথ কাউন্টি শেরিফের অফিস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তির নাম মাইত্রেজ ডিউন্টি উওলান। তাকে অস্ত্র প্রদর্শন, মারাত্মক শারীরিক আঘাত এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ