মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


পুতুপুতু করে আন্দোলন হবে না: মাহমুদুর রহমান মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, পুতুপুতু করে আন্দোলন হবে না, রাজপথে নামতে হবে। এক-দুইজন মন্ত্রীর পদত্যাগ চেয়ে কিছু হবে না। বলতে হবে- এই সরকারকে চাই না, এই সরকারকে চলে যেতে হবে।

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে ৫ জানুয়ারি ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনে জঘন্য অধ্যায় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি সরকার পতনের আন্দোলন না করেন তাহলে ১০ কোটি ভোটার আগামীতেও ভোট দিতে পারবে না। যতই স্থানীয় সরকারসহ অন্যান্য নির্বাচনগুলো করেন শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে আবার নতুন কোনো কায়দা করবে। যদি ওরা ক্ষমতায় থাকে।

তিনি আরো বলেন, তাই আজকের স্স্নোগান একটাই হওয়া উচিত- যে কোনো মূল্যে সরকারের পদত্যাগ চাই। কারণ এটা বৈধ সরকার নয়, নির্বাচিত সরকার নয়। ক্ষমতায় থাকার অধিকার নাই। অতএব তাকে যেতে হবে। ৫ জানুয়ারিতে এটাই হোক শপথ।

আয়োজক সংগঠনের সহসভাপতি আল আমীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ